পরিচ্ছেদঃ ১৫/৫৯. প্রস্থান করার দিন মুহাস্সাবে অবতরণ করা এবং সালাত আদায় করা মুস্তাহাব।
৮২৫. আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তা হল একটি মানযিল মাত্র, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করতেন, যাতে বেরিয়ে যাওয়া সহজতর হয় অর্থাৎ এর দ্বারা আবতাহ বুঝানো হয়েছে।
استحباب النزول بالمحصب يوم النفر والصلاة به
حديث عَائِشَةَ، قَالَتْ: إِنَّمَا كَانَ مَنْزِلٌ يَنْزِلُهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَكُونَ أَسْمَحَ لِخُرُوجِهِ، تَعْنِي بِالأَبْطَحِ
حديث عاىشة، قالت: انما كان منزل ينزله النبي صلى الله عليه وسلم ليكون اسمح لخروجه، تعني بالابطح
সহীহুল বুখারী, পৰ্ব ৩৫ : সলম (অগ্ৰিম ক্ৰয়-বিক্ৰয়), অধ্যায় ১৪৭, হাঃ ১৭৬৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৫৯, হাঃ ১৩১১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)