পরিচ্ছেদঃ ১৫/৩৩. উমরাহ্তে চুল ছাঁটা।
৭৮০. মুআবিয়াহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি কাঁচি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছোট ছোট করে দিয়েছিলাম।
التقصير في العمرة
حديث مُعَاوِيَةَ رضي الله عنه، قَالَ: قَصَّرْتُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ
حديث معاوية رضي الله عنه، قال: قصرت عن رسول الله صلى الله عليه وسلم بمشقص
সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১২৭, হাঃ ১৭৩০; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৩, হাঃ ১২৪৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আবিয়াহ ইবন আবূ সুফিয়ান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)