পরিচ্ছেদঃ ১৩/২২. ঈদুল ফিতর এবং কুরবানীর দিন সওম পালন নিষিদ্ধ।
৬৯৮. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি দিনে সওম পালন নেইঃ (সে দু’টি দিন হচ্ছে) ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
النهى عن صوم يوم الفطر ويوم الأضحى
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ: الْفِطْرِ وَالأَضْحى
حديث ابي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، قال: ولا صوم في يومين: الفطر والاضحى
সহীহুল বুখারী, পর্ব ২০: মক্কাহ ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায় ৬, হাঃ ১১৯৭; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ৫১, হাঃ ৮২৭
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৩/ সওম (كتاب الصيام)