পরিচ্ছেদঃ ১৩. অসুস্থ ব্যক্তির ওয়াসীয়াত
৩২৫৬. শাইবানী (রহঃ) হতে বর্ণিত, আমির (রহঃ) বলেন, অসুস্থ ব্যক্তির ক্রয়-বিক্রয় ও বিবাহ জায়িয (বৈধ), তবে তা এক-তৃতীয়াংশ থেকে (অধিক) হতে পারবে না।[1]
باب وَصِيَّةِ الْمَرِيضِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ عَامِرٍ قَالَ يَجُوزُ بَيْعُ الْمَرِيضِ وَشِرَاؤُهُ وَنِكَاحُهُ وَلَا يَكُونُ مِنْ الثُّلُثِ
حدثنا ابو الوليد حدثنا شريك عن الشيباني عن عامر قال يجوز بيع المريض وشراوه ونكاحه ولا يكون من الثلث
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান, শারীক এর কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৪/৩৬২ যয়ীফ সনদে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৪/৩৬২ যয়ীফ সনদে।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ ইসহাক শায়বানী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২২. ওয়াসিয়াত অধ্যায় (كتاب الوصايا)