পরিচ্ছেদঃ ২০. তিন নিঃশ্বাসে পানি পান করা সম্পর্কে
২১৫৯. ছুমামাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদ্বিয়াল্লাহু আনহু পাত্র হতে (পান করার সময়) দুই কিংবা তিনবার দম নিতেন, আর তাঁর ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র হতে দুই কিংবা তিন দমে (পানি) পান করতেন।[1]
بَاب فِي الشُّرْبِ بِثَلَاثَةِ أَنْفَاسٍ
أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ عَنْ ثُمَامَةَ قَالَ كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الْإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا وَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ فِي الْإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا
اخبرنا ابو نعيم حدثنا عزرة بن ثابت عن ثمامة قال كان انس يتنفس في الاناء مرتين او ثلاثا وزعم ان رسول الله صلى الله عليه وسلم كان يتنفس في الاناء مرتين او ثلاثا
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। হাদীসটি বুখারী ও মুসলিম কর্তৃক সম্মিলিত ভাবে বর্ণিত।
তাখরীজ: বুখারী, আশরিবাহ ৫৬৩১; মুসলিম, আশরিবাহ ২০২৮;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৩২৯ তে। এছাড়াও, ইবনু আবী শাইবা ৮/২১৮ নং ৪২২৪৪।
তাখরীজ: বুখারী, আশরিবাহ ৫৬৩১; মুসলিম, আশরিবাহ ২০২৮;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৩২৯ তে। এছাড়াও, ইবনু আবী শাইবা ৮/২১৮ নং ৪২২৪৪।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৯. পানীয় অধ্যায় (كتاب الأشربة)