১৪১৩

পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে

১৪১৩(১৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের পার্থিব কোন বিষয় হলে তাতে তোমরা স্বাধীন। আর তোমাদের দীন সংক্রান্ত কোন বিষয় হলে তা আমার উপর ন্যস্ত করো। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের নামাযে ভুলত্রুটি করে থাকি। তিনি বলেনঃ ঘুমের কারণে কোন ত্রুটি নেই, ত্রুটি হলো জাগ্রত অবস্থায়। এরূপ হলে তোমরা সাথে সাথে নামায পড়ে নাও এবং পরের দিন তার নির্দিষ্ট ওয়াক্তে পুনরায় তা পড়ো।

بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنْ كَانَ أَمْرَ دُنْيَاكُمْ فَشَأْنُكُمْ وَإِنْ كَانَ أَمْرَ دِينِكُمْ فَإِلَيَّ " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَرَّطْنَا فِي صَلَاتِنَا . فَقَالَ : " لَا تَفْرِيطَ فِي النَّوْمِ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا كَانَ ذَلِكَ فَصَلُّوهَا وَمِنَ الْغَدِ لِوَقْتِهَا

حدثنا عبد الله بن محمد بن عبد العزيز ، ثنا هارون بن عبد الله ، ثنا يزيد بن هارون ، ثنا حماد بن سلمة عن ثابت البناني عن عبد الله بن رباح عن ابي قتادة عن النبي - صلى الله عليه وسلم - قال : " ان كان امر دنياكم فشانكم وان كان امر دينكم فالي " . قلنا يا رسول الله فرطنا في صلاتنا . فقال : " لا تفريط في النوم انما التفريط في اليقظة فاذا كان ذلك فصلوها ومن الغد لوقتها

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)