৯৩৪

পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ

৯৩৪(৫২). মুহাম্মাদ ইবনে নূহ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং তিনি তাকে এভাবে ঘোষণা দিতে নির্দেশ দিলেনঃ “নিশ্চয় বান্দা ঘুমিয়েছিল। তাতে বিলাল (রাঃ) খুব মনোকষ্ট পেলেন। এই হাদীসের বর্ণনায় আমের ইবনে মুদরিক ভুল করেছেন। সঠিক হলো, এটি ইতিপূর্বে শুআইব ইবনে হারব-আবদুল আযীয ইবনে আবী ওয়াররাদ-নাফে’-উমার (রাঃ)-এর মুয়াযযিন-উমার (রাঃ) সূত্রে বর্ণিত তার নিজস্ব উক্তি।

بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ ، ثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ ، ثَنَا عَامِرُ بْنُ مُدْرِكٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ الْفَجْرِ ، فَغَضِبَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَأَمَرَهُ أَنْ يُنَادِيَ : إِنَّ الْعَبْدَ نَامَ ؛ فَوَجَدَ بِلَالٌ وَجْدًا شَدِيدًا " . وَهِمَ فِيهِ عَامِرُ بْنُ مُدْرِكٍ ، وَالصَّوَابُ قَدْ تَقَدَّمَ عَنْ شُعَيْبِ بْنِ حَرْبٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ ، عَنْ نَافِعٍ ، عَنْ مُؤَذِّنِ عُمَرَ ، عَنْ عُمَرَ ؛ قَوْلَهُ

حدثنا محمد بن نوح ، ثنا معمر بن سهل ، ثنا عامر بن مدرك ، ثنا عبد العزيز بن ابي رواد ، عن نافع ، عن ابن عمر : " ان بلالا اذن قبل الفجر ، فغضب النبي - صلى الله عليه وسلم - ، وامره ان ينادي : ان العبد نام ؛ فوجد بلال وجدا شديدا " . وهم فيه عامر بن مدرك ، والصواب قد تقدم عن شعيب بن حرب ، عن عبد العزيز بن ابي رواد ، عن نافع ، عن موذن عمر ، عن عمر ؛ قوله

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)