৭৯৬

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৭৯৬(৩৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক আনসারী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি ইস্তিহাযার রোগিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, সে যেন মাসিক ঋতুর কয়দিন নামায পড়া থেকে বিরত থাকে, অতঃপর গোসল করে এবং প্রতি ওয়াক্তের নামাযের জন্য উযু করে এবং নামায পড়ে, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا الْعَلَاءُ بْنُ سَالِمٍ ، نَا قُرَّةُ بْنُ عِيسَى ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " جَاءَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَالَتْ : إِنِّي أُسْتَحَاضُ ؟ فَأَمَرَهَا النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ تَعْتَزِلَ الصَّلَاةَ أَيَّامَ حَيْضَتِهَا ، ثُمَّ تَغْتَسِلَ وَتَوَضَّأَ لِكُلِّ صَلَاةٍ ، وَتُصَلِّيَ ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ

حدثنا محمد بن مخلد ، نا العلاء بن سالم ، نا قرة بن عيسى ، عن الاعمش ، عن حبيب بن ابي ثابت ، عن عروة ، عن عاىشة ، قالت : " جاءت امراة من الانصار الى رسول الله - صلى الله عليه وسلم - ، فقالت : اني استحاض ؟ فامرها النبي - صلى الله عليه وسلم - ان تعتزل الصلاة ايام حيضتها ، ثم تغتسل وتوضا لكل صلاة ، وتصلي ، وان قطر الدم على الحصير

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)