পরিচ্ছেদঃ ১০৩. হায়িযগ্রস্ত মহিলা আল্লাহর যিকির করবে কিন্তু কুরআন পাঠ করবে না
১০২৫. ফিরাস হতে বর্ণিত, আমির রাহি. বলেন, ’জুনুবী’ ও হায়িযগ্রস্ত মহিলা কুরআন পাঠ করবে না।[1]
بَابُ الْحَائِضِ تَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَلَا تَقْرَأُ الْقُرْآنَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْبَزَّازُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ فِرَاسٍ عَنْ عَامِرٍ الْجُنُبُ وَالْحَائِضُ لَا يَقْرَآنِ الْقُرْآنَ
إسناده حسن من أجل شريك
اخبرنا محمد بن يزيد البزاز حدثنا شريك عن فراس عن عامر الجنب والحاىض لا يقران القران
اسناده حسن من اجل شريك
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান শারীক এর কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/১০২, ১০৩।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/১০২, ১০৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ফিরাস (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)