ফিরাস (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে ১ টি
পরিচ্ছেদঃ ১০৩. হায়িযগ্রস্ত মহিলা আল্লাহর যিকির করবে কিন্তু কুরআন পাঠ করবে না
১০২৫. ফিরাস হতে বর্ণিত, আমির রাহি. বলেন, ’জুনুবী’ ও হায়িযগ্রস্ত মহিলা কুরআন পাঠ করবে না।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান শারীক এর কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/১০২, ১০৩।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/১০২, ১০৩।
بَابُ الْحَائِضِ تَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَلَا تَقْرَأُ الْقُرْآنَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْبَزَّازُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ فِرَاسٍ عَنْ عَامِرٍ الْجُنُبُ وَالْحَائِضُ لَا يَقْرَآنِ الْقُرْآنَ
إسناده حسن من أجل شريك
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ফিরাস (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে