পরিচ্ছেদঃ ৫১. জ্ঞানের আলাপ-আলোচনা
৬২১. আমর বলেন, আমাকে তাউস রাহিমাহুল্লাহ বলেন: আমাদেরকে নিয়ে চলো, আমরা লোকদের সাথে বসবো।[1]
بَابُ مُذَاكَرَةِ الْعِلْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو قَالَ قَالَ لِي طَاوُسٌ اذْهَبْ بِنَا نُجَالِسْ النَّاسَ
إسناده حسن
اخبرنا محمد بن احمد حدثنا سفيان عن عمرو قال قال لي طاوس اذهب بنا نجالس الناس
اسناده حسن
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান।
তাখরীজ: এটি আমি অন্য কোথাও পাইনি।
তাখরীজ: এটি আমি অন্য কোথাও পাইনি।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আমর ইবনু দ্বীনার (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)