পরিচ্ছেদঃ ৫১. জ্ঞানের আলাপ-আলোচনা
৬২০. (অপর সনদে) আবু সাঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত...[1] আর এতে এর চেয়ে একটি কথা অতিরিক্ত রয়েছে।
بَابُ مُذَاكَرَةِ الْعِلْمِ
أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، يَعْنِي عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ وَفِيهِ كَلَامٌ أَكْثَرُ مِنْ هَذَا
إسناده صحيح
اخبرنا ابو مسلمة، يعني عن ابي نضرة، عن ابي سعيد وفيه كلام اكثر من هذا
اسناده صحيح
[1] তাহক্বীক্ব: এ সনদটি পূর্বের সনদটির সাথে সংযুক্ত। আর এটি সহীহ।
তাখরীজ: পূর্বের ৬১৫ নং আছারটি দেখুন।
তাখরীজ: পূর্বের ৬১৫ নং আছারটি দেখুন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)