পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫৮-[৫৫] বারা’ ইবনু ’আযিব (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল বর্ণের গদি ব্যবহার করতে নিষেধ করেছেন। (শারহুস্ সুন্নাহ্)[1]
الْفَصْلُ الثَّانِي
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْمِيثَرَةِ الْحَمْرَاءِ. رَوَاهُ فِي شرح السّنة
وعن البراء بن عازب: ان النبي صلى الله عليه وسلم نهى عن الميثرة الحمراء. رواه في شرح السنة
[1] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩১৩০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৫৬২, নাসায়ী ৫১৭১, তাহক্বীক মুসনাদে আহমাদ ১৮৫৫৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩৯৬।
ব্যাখ্যাঃ ‘‘আল মীসারাহ্’’ বলতে মূলত চতুষ্পদ প্রাণীর চামড়াকে বুঝানো হয়। এখানে লাল চামড়া দ্বারা তৈরি গদির কথা বলা হয়েছে। এ সম্পর্কে পূর্বে আলোচনা অতিবাহিত হয়েছে। [সম্পাদক]
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২২: পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس )