পরিচ্ছেদঃ ৫. হাজের বিবরণ ও মক্কায় প্রবেশ - রাত্ৰিবেলায় দুর্বল ব্যক্তিদের মুযদালফা থেকে চলে যাওয়ার বৈধতা
৭৫৪. ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সামানপত্র নিয়ে অথবা দুর্বল (হাজী)-দের সঙ্গে করে রাতের বেলাতেই মুযদালিফাহ থেকে পাঠিয়ে দিয়েছিলেন।[1]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فِي الثَّقَلِ, أَوْ قَالَ فِي الضَّعَفَةِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ
-
صحيح. رواه البخاري (1856)، ومسلم (1293) واللفظ لمسلم
وعن ابن عباس رضي الله عنهما قال: بعثني رسول الله - صلى الله عليه وسلم - في الثقل, او قال في الضعفة من جمع بليل
-
صحيح. رواه البخاري (1856)، ومسلم (1293) واللفظ لمسلم
[1] বুখারী ১৬৭৭, ১৬৭৮, ১৬৫৬, ১৮৫৬, মুসলিম ২২,৭৭, ২২৭৮, ২২৮০, তিরমিযী ৮৯২, ৮৯৩ নাসায়ী ৩০৩২, ৩১৩৩, ৩০৪৮, আবূ দাউদ ১৯৩৯, ১৯৪১, ইবনু মাজাহ ৩০২৬, আহমাদ ১৯২৩, ১৯৪০, ২০৮৩
Ibn ‘Abbas (RAA) narrated, ‘The Messenger of Allah (ﷺ) sent me at night from al-Muzdalifah (to Mina) with the weak members of his family (women and children).’ Agreed upon.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৬ঃ হাজ্জ (হজ্জ/হজ) প্রসঙ্গ (كتاب الحج)