পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে
৪৩২. আম্মারাহ ইবনু কা’কা’ থেকে বর্ণিত, ইবরাহীম বলেন: তুমি আমার নিকট হাদীস বর্ণনা করলে আবু যুর’আহ’ থেকে হাদীস বর্ণনা করবে। কেননা, তিনি আমার নিকট হাদীস বর্ণনা করেছিলেন। তারপর আমি একবছর পর আবার সেটি তাকে জিজ্ঞেস করি। তখন তিনি (পূর্বে যেভাবে বর্ণনা করেছিলেন) তা থেকে একটি হরফও কম করেননি।[1]
بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ
أَخْبَرَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، قَالَ: قَالَ إِبْرَاهِيمُ، إِذَا حَدَّثْتَنِي، فَحَدِّثْنِي عَنْ أَبِي زُرْعَةَ، فَإِنَّهُ حَدَّثَنِي بِحَدِيثٍ ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ ذَلِكَ بِسَنَةٍ فَمَا خَرمَ مِنْهُا حَرْفًا
إسناده ضعيف من أجل محمد بن حميد
اخبرنا محمد، حدثنا جرير، عن عمارة بن القعقاع، قال: قال ابراهيم، اذا حدثتني، فحدثني عن ابي زرعة، فانه حدثني بحديث ثم سالته بعد ذلك بسنة فما خرم منها حرفا
اسناده ضعيف من اجل محمد بن حميد
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, কেননা মুহাম্মদ ইবনু হুমাইদ যয়ীফ।
তাখরীজ: তিরযিমী, আল ইলাল (তার জামি’ গ্রন্থের সাথে সংযুক্ত) ৫/৫১।
তাখরীজ: তিরযিমী, আল ইলাল (তার জামি’ গ্রন্থের সাথে সংযুক্ত) ৫/৫১।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)