৪৩১

পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে

৪৩১. মুহাম্মদ ইবনু সীরীন বলেন:  তুমি যখন আমার নিকট হাদীস করবে, (জনৈক) ‍দু’ব্যক্তি থেকে আমার নিকট হাদীস বর্ণনা করো না, কারণ তারা তাদের হাদীসসমূহ কার নিকট থেকে গ্রহণ করছে সেই ব্যাপারে তারা কোনো পরোয়া করে না।

আবু মুহাম্মদ আব্দুল্লাহ বলেন: আমার ধারণা, তিনি তার নিকট হাদীস শ্রবণ করেননি।[1]

بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، قَالَ: قَالَ: مُحَمَّدُ بْنُ سِيرِينَ، «مَا حَدَّثْتَنِي، فَلَا تُحَدِّثْنِي عَنْ رَجُلَيْنِ، فَإِنَّهُمَا لَا يُبَالِيَانِ، عَمَّنْ أَخَذَا حَدِيثَهُمَا» قَالَ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ: لَا أَظُنُّهُ سَمِعَهُ

إسناده ضعيف

اخبرنا محمد بن حميد حدثنا جرير عن عاصم قال قال محمد بن سيرين ما حدثتني فلا تحدثني عن رجلين فانهما لا يباليان عمن اخذا حديثهما قال ابو محمد عبد الله لا اظنه سمعهاسناده ضعيف

হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)