৩৫৯৭

পরিচ্ছেদঃ সুপারিশ করার মাহাত্ম্য

মহান আল্লাহ বলেন,

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهُ نَصِيْبٌ مِّنْهَا

অর্থাৎ, কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে। (সূরা নিসা ৮৫)


(৩৫৯৭) আবূ মূসা আশআরী (রাঃ) বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন প্রয়োজন প্রার্থী আসত, তখন তিনি তাঁর সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, (এর জন্য) তোমরা সুপারিশ কর, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তাআলা তাঁর নবীর যবানে যা পছন্দ করেন, তা ফায়সালা ক’রে দেন।

অন্য এক বর্ণনায় আছে, যা ইচ্ছা করেন (তা ফায়সালা করে দেন)।

وَ عَنْ أَبِـيْ مُوسَى الْأشْعَرِيْ قَالَ : كَانَ النَّبيُّ ﷺ إِذَا أتاهُ طَالِبُ حَاجَةٍ أقبَلَ عَلَى جُلَسَائِهِ فَقَالَ اشْفَعُوا تُؤْجَرُوا وَيَقْضِي اللهُ عَلٰـى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ مُتَّفَقٌ عَلَيهِ وَفِـيْ رِوَايَةٍ مَا شَاءَ

و عن ابـي موسى الاشعري قال : كان النبي ﷺ اذا اتاه طالب حاجة اقبل على جلساىه فقال اشفعوا توجروا ويقضي الله علـى لسان نبيه ما احب متفق عليه وفـي رواية ما شاء

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব