পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ
(৩৫১৭) কা’ব বিন মালিক (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মু’মিনের উদাহরণ হল নরম ফসলের মত, বাতাস তা হিলাতে-দুলাতে থাকে। মু’মিন বিপদগ্রস্ত হয় (আবার উঠে দাঁড়ায়)। পক্ষান্তরে (কাফের) মুনাফিকের উদাহরণ হল ’আরযা’ (বিশাল সীডার) গাছের মত। তা বাতাসে হিলে না। কিন্তু (ঝড়ে) ভেঙ্গে ধ্বংস হয়ে যায়।
عَنْكَعْبٍ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الْخَامَةِ مِنَ الزَّرْعِ تُفِيئُهَا الرِّيَاحُ تَصْرَعُهَا مَرَّةً وَتَعْدِلُهَا حَتّٰـى يَأْتِيَهُ أَجَلُهُ وَمَثَلُ الْمُنَافِقِ مَثَلُ الأَرْزَةِ الْمُجْذِيَةِ الَّتِى لاَ يُصِيبُهَا شَىْءٌ حَتّٰـى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً
عنكعب بن مالك قال قال رسول الله ﷺ مثل المومن كمثل الخامة من الزرع تفيىها الرياح تصرعها مرة وتعدلها حتـى ياتيه اجله ومثل المنافق مثل الارزة المجذية التى لا يصيبها شىء حتـى يكون انجعافها مرة واحدة
(বুখারী ৭৪৬৬, মুসলিম ৭২৭৩)