পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য
(৩৪৯১) ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তি সে, যে সবচেয়ে বেশী পরহেযগার। আর সবচেয়ে উচ্চ বংশীয় লোক সে, যার চরিত্র সবচেয়ে সুন্দর।
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَكْرَمُكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ وَأَفْضَلُكُمْ حَسَبًا أَحْسَنُكُمْ خُلُقًا
عن ابن عباس قال قال رسول الله ﷺ اكرمكم عند الله اتقاكم وافضلكم حسبا احسنكم خلقا
(আল-আদাবুল মুফরাদ ৮৯৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব