পরিচ্ছেদঃ কিয়াম প্রসঙ্গ
(৩২৭৭) আনাস বিন মালিক (রাঃ) বলেন, ওঁদের (সাহাবাদের) নিকট রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অন্য কেউ অধিক প্রিয় (ও শ্রদ্ধেয়) ছিল না। কিন্তু ওঁরা যখন তাঁকে দেখতেন, তখন তাঁর জন্য উঠে দাঁড়াতেন না। কারণ এতে তাঁর অপছন্দনীয়তার কথা তাঁরা জানতেন।
عَنْ أَنَسٍ قَالَ مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللهِ ﷺ وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُوا مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ
عن انس قال ما كان شخص احب اليهم من رسول الله ﷺ وكانوا اذا راوه لم يقوموا لما يعلموا من كراهيته لذلك
(আহমাদ ১২৩৪৫, তিরমিযী ২৭৫৪)