পরিচ্ছেদঃ (সাক্ষাৎকালীন আদব)
(৩২৭০) পূর্বোক্ত বর্ণনাকারী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ করে ওদের মধ্যে একজন অপরজনকে সালাম দিয়ে তার হস্ত ধারণ করে (মুসাফাহাহ করে), আর তার হস্ত ধারণ কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়, তখনই তাদের পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়কে ক্ষমা করে দেওয়া হয়।
وَعَنهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ وَيَأْخُذُ بِيَدِهِ لَا يَأْخُذُهُ إِلَّا لِلهِ عَزَّ وَجَلَّ لَا يَتَفَرَّقَانِ حَتّٰـى يُغْفَرَ لَهُمَاَ
وعنه قال : قال رسول الله ﷺ : ما من مسلمين يلتقيان فيسلم احدهما على صاحبه وياخذ بيده لا ياخذه الا لله عز وجل لا يتفرقان حتـى يغفر لهما
(আহমাদ ১৮৫৪৮, সহীহুল জামে’ ৫৭৭৮)