পরিচ্ছেদঃ সফর থেকে বাড়ি ফিরে প্রথমে বাড়ির নিকটবর্তী কোন মসজিদে দু’ রাকআত নফল নামায পড়া মুস্তাহাব
(৩২২৫) কা’ব ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়ি ফিরতেন, তখন সর্বপ্রথম মসজিদে গিয়ে দু’ রাকআত নামায পড়তেন।’ (বুখারী ৪৪১৮, মুসলিম ৭১৯২)
عَن كَعبِ بنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ متفقٌ عَلَيْهِ
عن كعب بن مالك ان رسول الله ﷺ كان اذا قدم من سفر بدا بالمسجد فركع فيه ركعتين متفق عليه
(বুখারী ৪৪১৮, মুসলিম ৭১৯২)