পরিচ্ছেদঃ স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ
(৩১৭৯) আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্বপ্ন (অন্য এক বর্ণনায় আছে) সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং কুস্বপ্ন শয়তানের পক্ষ থেকে (দেখানো) হয়। অতএব যে অপ্রীতিকর কিছু দেখবে, সে যেন তার বাম দিকে তিনবার হালকাভাবে থুথু মারে ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। তাহলে তা তার কোন ক্ষতি করতে পারবে না।
وَعَنْ أَبِي قَتَادَة قَالَ : قَالَ النَّبِيُّ ﷺ الرُّؤْيَا الصَّالِحَةُ ـ وفي رواية : الرُّؤْيَا الحَسَنَةُ ـ مِنَ اللهِ وَالحُلُمُ مِنَ الشَّيْطَانِ فَمَنْ رَأَى شَيْئاً يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَن شِمَالِهِ ثَلاَثاً وَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ ؛ فإنَّهَا لاَ تَضُرُّهُ متفقٌ عَلَيْهِ
وعن ابي قتادة قال : قال النبي ﷺ الرويا الصالحة ـ وفي رواية : الرويا الحسنة ـ من الله والحلم من الشيطان فمن راى شيىا يكرهه فلينفث عن شماله ثلاثا وليتعوذ من الشيطان ؛ فانها لا تضره متفق عليه
(বুখারী ৫৭৪৭, মুসলিম ৬০৩৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ কাতাদাহ্ আল-আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব