৩১৭৩

পরিচ্ছেদঃ স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ

(৩১৭৩) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দর্শন করল, সে আমাকে জাগ্রত অবস্থায় দর্শন করবে অথবা সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল। কেননা, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।

وَعَنهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي اليَقَظَةِ أَوْ كَأنَّما رَآنِي في اليَقَظَةِ لاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي متفقٌ عَلَيْهِ

وعنه قال : قال رسول الله ﷺ من راني في المنام فسيراني في اليقظة او كانما راني في اليقظة لا يتمثل الشيطان بي متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব