পরিচ্ছেদঃ শয়নের অন্যান্য আদব
(৩১৬৮)আবু দারদা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে এই নিয়্যাত (সংকল্প) করে যে ব্যক্তি নিজ বিছানায় আশ্রয় নেয়, অতঃপর তার চক্ষুদ্বয় তাকে নিদ্রাভিভূত করে ফেলে এবং যদি এই অবস্থাতেই তার ফজর হয়ে যায়, তবে তার আমলনামায় তাই লিপিবদ্ধ হয় যার সে নিয়্যাত (সংকল্প) করেছিল। আর তার ঐ নিদ্রা তার প্রতিপালকের পক্ষ হতে সদকাহ (দান) রূপে প্রদত্ত হয়।
عَنْ أَبِيْ الدَّرْدَاءِ عَنِ النَّبِيِ ﷺ قَالَ مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنُهُ حَتّٰـى يُصْبِحَ كُتِبَ لَهُ مَا نَوَى وَكانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ
عن ابي الدرداء عن النبي ﷺ قال من اتى فراشه وهو ينوي ان يقوم يصلي من الليل فغلبته عينه حتـى يصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه
(নাসাঈ ১৭৮৭, ইবনে মাজাহ ১৩৪৪, ইবনে খুযাইমাহ, সহীহ তারগীব ৫৯৮)