৩১৩৬

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে দাঁড়িয়ে পান করছে। তিনি তাঁকে বললেন, ’’বমি ক’রে ফেলো।’’ সে বলল, ’কেন?’ তিনি বললেন, তুমি কি এতে খুশী হবে যে, তোমার সাথে বিড়ালও পান করুক?’’ সে বলল, ’না।’ তিনি বললেন, ’’কিন্তু তোমার সাথে এমন কেউ পান করেছে, যে বিড়াল থেকেও নিকৃষ্ট, শয়তান।

عَنْ أَبـِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا فَقَالَ لَهُ قِه قَالَ: لِمَهْ؟ قَالَ أَيَسُرُّكَ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ قَالَ: لَا، قَالَ فَإِنَّهُ قَدْ شَرِبَ مَعَكَ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ الشَّيْطَانُ

عن ابـي هريرة عن النبي ﷺ انه راى رجلا يشرب قاىما فقال له قه قال: لمه؟ قال ايسرك ان يشرب معك الهر؟ قال: لا، قال فانه قد شرب معك من هو شر منه الشيطان

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব