পরিচ্ছেদঃ বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা
(৩০৮৫) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে দরজায় করাঘাত করলাম। তিনি বললেন, ’’কে?’’ আমি বললাম, ’আমি।’ তিনি বললেন, আমি, আমি। যেন তিনি কথাটিকে অপছন্দ করলেন।
وَعَنْ جَابِرٍ قَالَ : أتَيْتُ النَّبيَّ ﷺ فَدَقَقْتُ البَابَ فَقَالَ مَنْ هٰذَا ؟ فَقُلتُ : أَنَا فَقَالَ أنَا أنَا كَأنَّهُ كَرِهَهَا متفقٌ عَلَيْهِ
وعن جابر قال : اتيت النبي ﷺ فدققت الباب فقال من هذا ؟ فقلت : انا فقال انا انا كانه كرهها متفق عليه
(বুখারী ৬২৫০, মুসলিম ৫৭৬১-৫৭৬২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব