৩০৮৩

পরিচ্ছেদঃ বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা

(৩০৮৩) আবূ যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক রাতে আমি বের হলাম। হঠাৎ (দেখলাম,) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পায়ে হেঁটে চলেছেন। আমি চাঁদের ছায়াতে চলতে লাগলাম। তিনি (পিছনে) ফিরে তাকালে আমাকে দেখে ফেললেন এবং বললেন, ’’কে তুমি?’’ আমি বললাম, ’আবূ যার।’

وَعَنْ أَبِـيْ ذَرٍّ قَالَ : خَرَجْتُ لَيْلَةً مِنَ اللَّيَالِيْ فَإذَا رَسُوْلُ اللهِ ﷺ يَمْشِي وَحْدَهُ، فَجَعَلْتُ أمْشِي فِي ظلِّ القَمَرِ، فَالْتَفَتَ فَرَآنِي فَقَالَ مَنْ هٰذَا ؟ فَقُلْتُ : أَبُو ذَرٍّ متفقٌ عَلَيْهِ

وعن ابـي ذر قال : خرجت ليلة من الليالي فاذا رسول الله ﷺ يمشي وحده، فجعلت امشي في ظل القمر، فالتفت فراني فقال من هذا ؟ فقلت : ابو ذر متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব