২৯৪৬

পরিচ্ছেদঃ মিষ্টি কথা বলার গুরুত্ব

(২৯৪৬) আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ...আর উত্তম কথা বলাও সদকাহ (করার সমতুল্য।)

عَنْ أَبِـيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ

عن ابـي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ والكلمة الطيبة صدقة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব