পরিচ্ছেদঃ পশু-পালন
(২৫২৬) উম্মে হানী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছেন, বাড়িতে ছাগল পালো। কারণ তাতে বরকত আছে।
عَنْ أم هَانِئٍ قَالَتْ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخِذُوا الْغَنَمَ فَإِنَّ فِيهَا بَرَكَةً
عن ام هانى قالت : قال رسول الله صلى الله عليه وسلم اتخذوا الغنم فان فيها بركة
(আহমাদ ২৭৩৮১, ইবনে মাজাহ ২৩০৪, সিলসিলাহ সহীহাহ ৭৭৩)