পরিচ্ছেদঃ পশু-পালন
(২৫২৬) উম্মে হানী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছেন, বাড়িতে ছাগল পালো। কারণ তাতে বরকত আছে।
عَنْ أم هَانِئٍ قَالَتْ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخِذُوا الْغَنَمَ فَإِنَّ فِيهَا بَرَكَةً
عن ام هانى قالت : قال رسول الله صلى الله عليه وسلم اتخذوا الغنم فان فيها بركة
(আহমাদ ২৭৩৮১, ইবনে মাজাহ ২৩০৪, সিলসিলাহ সহীহাহ ৭৭৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন