পরিচ্ছেদঃ গান-বাজনা ও নাচ
(২৩১২) উম্মে হাবীবাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরিশতা সেই কাফেলার সঙ্গী হন না; যে কাফেলায় ঘন্টার শব্দ থাকে।
عَنْ أُمِّ حَبِيبَةَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ
عن ام حبيبة عن النبي ﷺ قال لا تصحب الملاىكة رفقة فيها جرس
(আহমাদ ২৬৭৭১, সহীহুল জামে’ ৭৩৪২)