পরিচ্ছেদঃ শয়তান, পশু ও কাফেরদের অনুকরণ করা নিষেধ
(২১৪২) আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন যে, আমি যেন মোরগের দানা খাওয়ার মতো ঠকঠক্ করে নামায না পড়ি, কুকুরের (বা বানরের) বসার মতো (পায়ের রলা খাড়া করে) না বসি এবং শিয়ালের মতো (নামাযে) চোরা দৃষ্টিতে (এদিক-ওদিক) না তাকাই।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: وَنَهَانِيْ رَسُولُ اللهِ ﷺ عَنْ نَقْرَةٍ كَنَقْرَةِ الدِّيكِ وَإِقْعَاءٍ كَإِقْعَاءِ الْكَلْبِ وَالْتِفَاتٍ كَالْتِفَاتِ الثَّعْلَبِ وَإِقْعَاءٍ كَإِقْعَاءِ الْقِرْدِ
عن ابي هريرة قال: ونهاني رسول الله ﷺ عن نقرة كنقرة الديك واقعاء كاقعاء الكلب والتفات كالتفات الثعلب واقعاء كاقعاء القرد
(আহমাদ ৭৫৯৫, ৮১০৬নং, ত্বায়ালিসী, ইবনে আবী শাইবাহ)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী