পরিচ্ছেদঃ সাহাবাকে গালি
(২০৭৯) আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’’আমার ব্যাপারে দুই ব্যক্তি ধ্বংস হবে। প্রথম হল, আমার ভালোবাসায় সীমা অতিক্রমকারী এবং দ্বিতীয় হল, আমার বিদ্বেষে সীমা অতিক্রমকারী।
وَعَنْ عَلِيٍ قَالَ: يَهْلِكُ فِي رَجُلَانِ : مُفْرِطٌ فِي حُبِّيَ وَمُفْرِطٌ فِي بُغْضِي
وعن علي قال: يهلك في رجلان : مفرط في حبي ومفرط في بغضي
(শাইবানীর কিতাবুস সুন্নাহ ৯৭৪, যিলালুল জান্নাহ ৯৮৪ হাসান সানাদ)
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আলী ইবনু আবী তালিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী