পরিচ্ছেদঃ দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
(৫২২) যায়দ বিন আরকাম (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মোছ ছাঁটে না, সে আমার দলভুক্ত নয়।
عَن زَيْدِ بن أَرْقَمَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا
عن زيد بن ارقم قال : قال رسول الله ﷺ من لم ياخذ من شاربه فليس منا
(আহমাদ ১৯২৬৩, তিরমিযী ২৭৬১, নাসাঈর কুবরা ১৪, ত্বাবারানী ৪৮৯৩-৪৮৯৬, সহীহুল জামে’ ৬৫৩৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু আরক্বাম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৫/ পবিত্রতা ও পরিচ্ছন্নতা