পরিচ্ছেদঃ ৫০. মৃত ব্যক্তিকে গালি দেয়া নিষেধ
৪৯০০। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো এবং তাদের দোষ চর্চা পরিহার করো।[1]
দুর্বলঃ যঈফাহ হা/ ১৬৭৮।
بَابٌ فِي النَّهْيِ عَنْ سَبِّ الْمَوْتَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ، وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ
ضعيف المشكاة (١٦٧٨)
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: Make a mention of the virtues of your dead, and refrain from (mentioning) their evils.