পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
২৭৮-[৮১] ইমাম দারিমীও আবূ উমামাহ্ (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।[1]
اَلْفَصْلُ الثَّالِثُ
وَكَذَا الدَّارمِيّ عَن أبي أُمَامَة
وكذا الدارمي عن ابي امامة
[1] য‘ঈফ : দারিমী ২৪০, ইবনু মাজাহ্ ২২৮। কারণ এর সানাদে হাজ্জাজ ইবনু আর্ত্বাত নামে একজন মুদাল্লিস বারী রয়েছে যিনি عَنْعَنَ সূত্রে হাদীস বর্ণনা করেন।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২: ‘ইলম (বিদ্যা) (كتاب العلم)