৩৮২৯

পরিচ্ছেদঃ ১৭. জমি বর্গা দেয়া

৩৮২৯-(১০৮/...) ’আলী ইবনু হুজর (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাফি (রহঃ) আমাদেরকে আমাদের জমি হতে ফায়দা হাসিল করা হতে বাধা দান করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৯৩, ইসলামিক সেন্টার ৩৭৯৩)

باب كِرَاءِ الأَرْضِ ‏‏

وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ لَقَدْ مَنَعَنَا رَافِعٌ نَفْعَ أَرْضِنَا ‏.‏

وحدثني علي بن حجر، حدثنا اسماعيل، عن ايوب، عن ابي الخليل، عن مجاهد، قال قال ابن عمر لقد منعنا رافع نفع ارضنا ‏.‏


Ibn 'Umar (Allah be pleased with them) reported:
Rafi forbade us from benefitting from our land (in the form of rent).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
২২। ক্রয়-বিক্রয় (كتاب البيوع)