৩৪৮

পরিচ্ছেদঃ ১৬০- কেউ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাত করতে গিয়ে তাদের সাথে তার আহার গ্রহণ।

৩৪৮। আবু খালদা (রহঃ) বলেন, আবু উমাইয়্যা আবদুল করীম (রহঃ) মোটা পশমী কাপড় পরিহিত অবস্থায় আবুল আলিয়ার সাথে সাক্ষাত করতে আসেন। আবুল আলিয়া (রহঃ) তাকে বলেন, এটা তো খৃস্টান সন্যাসীদের পোশাক। মুসলিমগণ পরস্পরের সাথে দেখা-সাক্ষাত করতে গেলে উত্তম পোশাক পরতেন।

بَابُ مَنْ زَارَ قَوْمًا فَطَعِمَ عِنْدَهُمْ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا صَالِحُ بْنُ عُمَرَ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي خَلْدَةَ قَالَ‏:‏ جَاءَ عَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ إِلَى أَبِي الْعَالِيَةِ، وَعَلَيْهِ ثِيَابُ صُوفٍ، فَقَالَ أَبُو الْعَالِيَةِ‏:‏ إِنَّمَا هَذِهِ ثِيَابُ الرُّهْبَانِ، إِنْ كَانَ الْمُسْلِمُونَ إِذَا تَزَاوَرُوا تَجَمَّلُوا‏.‏

حدثنا علي بن حجر، قال‏:‏ حدثنا صالح بن عمر الواسطي، عن ابي خلدة قال‏:‏ جاء عبد الكريم ابو امية الى ابي العالية، وعليه ثياب صوف، فقال ابو العالية‏:‏ انما هذه ثياب الرهبان، ان كان المسلمون اذا تزاوروا تجملوا‏.‏


'Abdullah, the client of Asma', said, "Asma' sent me a black wool shirt which had a brocade border a span wide on its sleeves. She said, 'This is the of the Messenger of Allah, may Allah bless him and grant him peace. He used to wear it for delegations and on Jumu'a."


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি