২৫৭

পরিচ্ছেদঃ ১২৯- পরামর্শ করা।

২৫৭। হাসান বসরী (রহঃ) বলেন, আল্লাহর শপথ! যে সম্প্রদায়ের লোকজন পরামর্শ করে কাজ করে, তারা সর্বোত্তম পন্থার সন্ধান পেয়ে যায়। তারপর তিনি তিলাওয়াত করেন, “তাদের বিষয়সমূহ পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়” (৪২ঃ ৩৮)।

بَابُ الْمَشُورَةِ

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ السَّرِيِّ، عَنِ الْحَسَنِ قَالَ‏:‏ وَاللَّهِ مَا اسْتَشَارَ قَوْمٌ قَطُّ إِلاَّ هُدُوا لأَفْضَلِ مَا بِحَضْرَتِهِمْ، ثُمَّ تَلاَ‏:‏ ‏(‏وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ‏)‏‏.‏

حدثنا ادم بن ابي اياس، قال‏:‏ حدثنا حماد بن زيد، عن السري، عن الحسن قال‏:‏ والله ما استشار قوم قط الا هدوا لافضل ما بحضرتهم، ثم تلا‏:‏ ‏(‏وامرهم شورى بينهم‏)‏‏.‏


Al-Hasan said, "People never seek advice without being guided to the best possibility available to them." Then he recited, "and manage their affairs by mutual consultation." (42:38)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি