৫৩৪

পরিচ্ছেদঃ রাতের সর্বশেষ নামায বিতর হওয়া উচিত

৫৩৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা তোমাদের রাতের নামাযের সর্বশেষ নামাযকে বিতর নামাযে পরিণত কর।

باب لِيَجْعَلْ آخِرَ صَلاَتِهِ وِتْرًا

৫৩৪ ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ اجْعَلُوا آخِرَ صَلاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا. (بخارى:৯৯৮)

Witr as the last Salat (at night)


Narrated `Abdullah bin `Umar: The Prophet (ﷺ) said, "Make witr as your last prayer at night.