৪৯৭

পরিচ্ছেদঃ কতদূর হতে জুমআর নামাযে আসতে হবে? কার উপর জুমআর নামায ওয়াজিব?

৪৯৭) আনাস বিন মালেক (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমআর নামায আদায় করতেন।

بَابُ مِنْ أَيْنَ تُؤْتَى الْجُمُعَةُ وَعَلَى مَنْ تَجِبُ

৪৯৭ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ. (بخارى: ৯০৫)

For whom is the Jumu'ah (prayer) compulsory?


Narrated Anas bin Malik: The Prophet (ﷺ) used to offer the Jumua prayer immediately after midday.