লগইন করুন
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাস্তা থেকে কাঁটার ডাল সরিয়ে ছিলেন, তিনি এছাড়া আর কোন আমল ইতিপূর্বে করেননি
৫৩৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্বের জাতীর এক লোকের হিসাব গ্রহন করা হয়, তার কোন ভাল আমলই পাওয়া যায়নি এছাড়া যে, রাস্তায় একটি কাঁটা ছিল, যা মানুষকে কষ্ট দিতো, অতঃপর তিনি তা সরিয়ে ফেলেন। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الرَّجُلَ الَّذِي نَحَّى غُصْنَ الشَّوْكِ عَنِ الطَّرِيقِ لَمْ يَعْمَلْ خَيْرًا غيره
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ الْكَتَّانِيُّ - بِالْأُبُلَّةِ - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَلَمْ يُوجَدْ لَهُ مِنَ الْخَيْرِ إِلَّا غُصْنُ شَوْكٍ كَانَ عَلَى الطَّرِيقِ كان يؤذي الناس فَعَزَلَهُ فغُفِرَ له.) الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 539 | خلاصة حكم المحدث: صحيح.