১৪৬

পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রী এক সাথে একই পাত্র থেকে অযু করা

১৪৬) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ পুরুষ এবং মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানায় এক সাথে একই পাত্র হতে অযু করতেন।

টিকাঃ সম্ভবতঃ এটি ছিল পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে অথবা এমন নারী-পুরুষ উদ্দেশ্য যারা একে অপরের মাহরাম অথবা এখানে স্বামী-স্ত্রী উদ্দেশ্য। ইমাম বুখারী এই হাদীছের যে শিরোনাম রচনা করেছেন তাতে বুঝা যায় শেষোক্ত কথাটিই উদ্দেশ্য।

باب وُضُوءِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ وَفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ‏

১৪৬ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ جَمِيعًا

The performance of ablution by a man along with his wife.


Narrated 'Abdullah bin 'Umar: "During the lifetime of Allah's Messenger (ﷺ) men and women used to perform ablution together."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ