৬৪৩

পরিচ্ছেদঃ ১২) তন্দ্রাবস্থায় নামায ও কুরআন পাঠের ব্যাপারে ভীতি প্রদর্শন

৬৪৩. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন কিয়ামুল্লায়ল করে তখন কুরআন পাঠ করতে গিয়ে (তন্দ্রার কারণে) মুখে জড়তা আসে, তখন বুঝতে পারে না যে সে কি পাঠ করছে, তখন সে যেন ঘুমিয়ে যায়।’’

(হাদীছটি ইমাম মুসলিম ৭৮৭, আবু দাউদ ১৩১১, তিরমিযী ও ইবনে মাজাহ্ ১৩৭২ বর্ণনা করেছেন)

الترهيب من صلاة الإنسان وقراءته حال النعاس

(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ ، فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ ، فَلَمْ يَدْرِ مَا يَقُولُ ، فَلْيَضْطَجِعْ.)"رواه مسلم وأبو داود والترمذي وابن ماجه