৬২৫

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬২৫. (হাসান) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’আল্লাহ্‌ দয়া করুন সেই পুরুষকে যে রাতে উঠে নামায পড়ে এবং তার স্ত্রীকে ঘুম হতে জাগ্রত করে। সে উঠতে না চাইলে তার মুখে পানির ছিটা মারে। আর দয়া করুন সেই নারীকে যে রাতে উঠে নামায পড়ে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে। সে উঠতে না চাইলে তার মুখে পানির ছিটা দেয়।’’

(আবু দাউদ ১৩০৮, নাসাঈ ৩/২০৫, ইবনে মাজাহ ১৩৩৬, ইবনে খুযায়মা ২/১৮৩, ইবনে হিব্বান ২৫৫৭ ও হাকেম ৩০৯। হাদীছের বাক্য আবু দাউদের। হাকেম বলেন হাদীছটি মুসলিমের শর্তের ভিত্তিতে সহীহ)

الترغيب في قيام الليل

(حسن ) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ ورَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ. رواه أبو داود وهذا لفظه والنسائي وابن ماجه وابن خزيمة وابن حبان والحاكم وقال صحيح على شرط مسلم