৬১১

পরিচ্ছেদঃ ৯) নিদ্রার আগে যে দুআ পড়তে হয় তার প্রতি উৎসাহ দান এবং আল্লাহর যিকির না করে কেউ ঘুমিয়ে পড়লে কি করতে হবে তার বর্ণনা

৬১১. (হাসান সহীহ) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি শয্যা গ্রহণ করতঃ আল্লাহকে স্মরণ করবে না। (কোন দু’আ পাঠ করবে না) তবে কিয়ামত দিবসে এটা তার আক্ষেপের কারণ হবে। আর যে ব্যক্তি মজলিসে বসে আল্লাহকে স্মরণ করবে না। তবে উহা তার জন্য কিয়ামত দিবসে ক্ষতি ও আক্ষেপের কারণ হবে।’’

(আবু দাউদ ৫০৫৯ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন ৪০৪)

الترغيب في كلمات يقولهن حين يأوي إلى فراشه وما جاء فيمن نام ولم يذكر الله تعالى

(حسن صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنِ اضْطَجَعَ مَضْجَعًا لَمْ يَذْكُرِ اللهَ فِيهِ كَانَ عَلَيْهِ تِرَةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ قعد مقعدا لَمْ يَذْكُرِ اللهَ فِيهِ كَانَ عَلَيْهِ تِرَةً يَوْمَ الْقِيَامَةِ. رواه أبو داود والنسائي