৫৯৮

পরিচ্ছেদঃ ৮) ক্বিয়ামুল্লাইল করার নিয়তে পবিত্রাবস্থায় নিদ্রা যাওয়ার প্রতি উৎসাহ দান

৫৯৮. (সহীহ) মুআয বিন জাবাল (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “কোন মুসলিম ব্যাক্তি যদি পবিত্রাবস্থায় রাত অতিবাহিত করে, অতঃপর রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতের কোন কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে তবে আল্লাহ্ তাকে উহা দান করেন।’’

(হাদীছটি বর্ণনা করেন আবু দাঊদ ৫০৪২, নাসাঈ ৮০৬ ও ইবনে মাজাহ ৩৮৮১)

الترغيب في أن ينام الإنسان طاهرا ناويا للقيام

(صحيح) وَعَنْ معاذ بن جبل رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ طَاهِرًا ، فَيَتَعَارَّ مِنَ اللَّيْلِ ، فَيَسْأَلُ اللهَ خَيْراً مِنْ أمر الدُّنْيَا وَالآخِرَةِ ، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ.رواه أبو داود والنسائي وابن ماجه