৫৪৮

পরিচ্ছেদঃ ৩৫) নামায অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করার ব্যাপারে ভীতি প্রদর্শন

৫৪৮. (সহীহ্) ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমরা নামাযে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করো না। অন্যথা তোমাদের দৃষ্টি চলে যাবে।’’

(হাদীছটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ ১০৪৩, ত্বাবরানী ও ইবনে হিব্বান ২২৭৮)

الترهيب من رفع البصر إلى السماء في الصلاة

(صحيح) و عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَرْفَعُوا أَبْصَارَكُمْ إِلَى السَّمَاءِ فَتَلْتَمِعَ يَعْنِي فِي الصَّلَاةِ. رواه ابن ماجه والطبراني في الكبير وابن حبان


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ