লগইন করুন
পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা
৫০০. (হাসান) বারা ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পিছনে ছালাত আদায় করতাম তখন চাইতাম যে তাঁর ডান দিকে থাকি। তিনি আমাদের দিকে (ডান দিকে) মুখ ফিরাতেন। তখন আমি শুনেছি তিনি একথা বলতেনঃ ’’হে আমার পালনকর্তা! আমাকে জাহান্নাম থেকে রক্ষা কর যে দিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে।’’
(হাদীছটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ৭০৯)
الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها
(حسن ) وَعَنْ البراء بن عازب رَضِيَ اللَّهُ عَنْهُ قال: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ ، يقبل علينا بوجهه فَسَمِعْتُهُ يَقُولُ: رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ: رواه مسلم