লগইন করুন
পরিচ্ছেদঃ ২৮) মানুষে যাকে পছন্দ করে না তার ইমামতি করার প্রতি ভীতি প্রদর্শন
৪৮৭. (হাসান) আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিনি ব্যক্তির নামায তাদের কানের উপরে উঠে না
(১) পলাতক কৃতদাস যতক্ষন সে মালিকের কাছে ফেরত না আসে
(২) ঐ নারী যে রাত অতিবাহিত করেছে অথচ স্বামী তার প্রতি অসন্তুষ্ট
(৩) ঐ ইমাম যে কোন কওমের ইমামতি করেছে অথচ তারা তাকে অপছন্দ করে।’’
(ইমাম তিরমিযী হাদীছটি বর্ণনা করেছেন ৩৬০)
الترهيب من إمامة الرجل القوم وهم له كارهون
(حسن ) وَعَنْ أَبِيْ أُماَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ ) رواه الترمذي وقال حديث حسن غريب)